৫২১. বৃষ্টির পানি গায়ে লাগানো
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা ছিলাম আল্লাহ্র রাসূল (ﷺ)-এর সঙ্গে। একপর্যায়ে আমাদের উপর বৃষ্টি পড়তে শুরু করে। তখন আল্লাহ্র রাসূল (ﷺ) তাঁর কাপড়ের কিছু অংশ ওঠান, যাতে বৃষ্টির পানি তাঁর গায়ে লাগে। আমরা জিজ্ঞাসা করি, “হে আল্লাহ্র রাসূল! আপনি এ কাজ কেন করেছেন?” তিনি বলেন, “এটি তাঁর মহান রবের পক্ষ থেকে এইমাত্র এসেছে!”
রেফারেন্সমুসলিমঃ ৮৯৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বৃষ্টির সময় দোয়া #১তীব্র বায়ুপ্রবাহ শুরু হলেবৃষ্টি পাওয়ার পর আল্লাহ্র শুকরিয়াবজ্রপাতের সময় #২বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #২অশুভ ধারণার কাফফারাঅতিবৃষ্টি বন্ধের জন্য দোয়াবৃষ্টি চাওয়ার দোয়া (সালাতুল ইসতিসক্বা)মেঘমালা ঘনীভূত হতে দেখলে #১বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #৪বায়ূ প্রবাহিত / ঝড় হলে পড়ার দোয়ামেঘমালা ঘনীভূত হতে দেখলে #২