৪৯২. বৈঠক সম্পর্কে #১

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যে-ব্যক্তি কোনও বৈঠকে বসল, অথচ তাতে আল্লাহ্‌ তা'আলার যিক্‌র করল না, তার উপর আল্লাহ্‌র পক্ষ থেকে আফসোস! যে ব্যক্তি কোনও জায়গায় শয়ন করল, অথচ সেখানে আল্লাহ্‌ তা'আলার যিকির করল না, তার উপর আল্লাহ্‌র পক্ষ থেকে আফসোস!”

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৪৮৫৬

সেটিংস

বর্তমান ভাষা