৪৬৪. হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩
Daily DuasProtectionIslamic PrayerCategory 28
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা’আলা হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। সুতরাং তোমাদের মাঝে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলার সময় সকল শ্রোতার জন্য ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ্ আপনার উপর রহম করুক) বলা খুবই জরুরী হয়ে যায়। আর তোমাদের মাঝে কারও হাই উঠার সময় যথাসম্ভব সে যেন তা ফিরিয়ে রাখে এবং "হাহ্ হাহ্" না বলে। কেননা এটা শাইতানের পক্ষ হতে এবং সে তাতে হাসতে থাকে।
রেফারেন্সবুখারীঃ ৩২৮৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কতবার হাঁচির জবাব দিতে হবে?কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দোয়াক্ষতিকারক/অপছন্দনীয় বিষয় দেখলেঅমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবেআল্লাহ্র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়াঅমুসলিমদের হাঁচির জবাবে যা বলতে হয়ক্রোধ নিয়ন্ত্রণের দোয়াকাউকে প্রশংসা করার মাসনূন যিক্রযে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহ্র জন্য ভালোবাসি’- তার জন্য দোয়াকাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়াহাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #১হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে #২