৪৬৪. হাঁচির ক্ষেত্রে রাসূল (ﷺ)-এর নির্দেশ #৩

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্‌ তা’আলা হাঁচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন। সুতরাং তোমাদের মাঝে কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলার সময় সকল শ্রোতার জন্য ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ্‌ আপনার উপর রহম করুক) বলা খুবই জরুরী হয়ে যায়। আর তোমাদের মাঝে কারও হাই উঠার সময় যথাসম্ভব সে যেন তা ফিরিয়ে রাখে এবং "হাহ্‌ হাহ্"‌ না বলে। কেননা এটা শাইতানের পক্ষ হতে এবং সে তাতে হাসতে থাকে।

রেফারেন্সবুখারীঃ ৩২৮৯

সেটিংস

বর্তমান ভাষা