৪৭৮. কাউকে প্রশংসা করার মাসনূন যিক্‌র

Daily DuasProtectionIslamic PrayerCategory 28

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, তোমাদের যদি কখনো কাউকে প্রশংসা করতেই হয় তাহলে বলবে -

কাউকে প্রশংসা করার মাসনূন যিক্‌র আরবি

أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيْبُهُ وَلَا أُزَكِّيْ عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا

কাউকে প্রশংসা করার মাসনূন যিক্‌র উচ্চারণ

আহ্‌সিবু ফুলানান্‌ ওয়াল্লা-হু 'হাসি‘বুহু ওয়ালা উঝাক্কি 'আলাল্লা-হি 'আহাদান 'আহ্‌সিবুহু কাযা ওয়া-কাযা

কাউকে প্রশংসা করার মাসনূন যিক্‌র অনুবাদ

আমি অমুককে এরূপ মনে করি, আল্লাহ্‌ই তাকে ভালো জানেন (তিনি তার পরিপূর্ণ হিসেব সংরক্ষক), আল্লাহ্‌র উপরে আমি কাউকে ভালো বলছি না। আমি তাকে অমুক অমুক গুণের অধিকারী বলে মনে করি।

কোন মানুষের পিছনে নিন্দা করা এবং সামনে ঢালাও প্রশংসা করা অপরাধ। প্রশংসার ক্ষেত্রে কারো বিশেষ স্বভাব বা গুণের প্রশংসা করা যেতে পারে। কারো ঢালাও প্রশংসা করতে বা নিশ্চিতরূপে কাউকে ভালো বলতে হাদীসে নিষেধ করা হয়েছে। প্রশংসার ক্ষেত্রে বলতে হবে: আমার ধারণা, অমুক ব্যক্তি ভালো; নিশ্চয়তা প্রকাশ করা যাবে না।

রেফারেন্সবুখারীঃ ২৬৬২

সেটিংস

বর্তমান ভাষা