৩২৬. বাজারে ঢুকার সময়

Daily DuasProtectionIslamic PrayerCategory 17

উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যে-ব্যক্তি বাজারে ঢুকে বলবে -

বাজারে ঢুকার সময় আরবি

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

বাজারে ঢুকার সময় উচ্চারণ

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ইয়ু'হঈ ওয়াইয়ুমীতু ওয়াহুয়া 'হায়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইরু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

বাজারে ঢুকার সময় অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ্ নেই; তিনি একক; তাঁর কোনও অংশীদার নেই; রাজত্ব তাঁর, প্রশংসাও তাঁর; তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান; তিনি চিরঞ্জীব, মৃত্যুহীন; সকল কল্যাণ তাঁরই হাতে; তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

আল্লাহ্‌ তার জন্য দশ লাখ সাওয়াব লিখে দেবেন, তার (আমলনামা) থেকে দশ লাখ গোনাহ মুছে দেবেন এবং তার মর্যাদা দশ লাখ স্তর বাড়িয়ে দেবেন।”

রেফারেন্সহাসান। তিরমিযীঃ ৩৪২৮

সেটিংস

বর্তমান ভাষা