২৯৭. জানাযার দোয়া #২.৩ (পুরুষ)

Daily DuasProtectionIslamic PrayerCategory 15

ইয়াযীদ ইবনু রুকানা ইবনিল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনও ব্যক্তির জানাযা পড়ার উদ্দেশে দাঁড়ালে, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

জানাযার দোয়া #২.৩ (পুরুষ) আরবি

اَللَّهُمَّ عَبْدُكَ وَابْنُ أَمَتِكَ اِحْتَاجَ إِلَى رَحْمَتِكَ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ عَذَابِهِ، إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي حَسَنَاتِهِ، وَإِنْ كَانَ مُسِيئًا فَتَجَاوَزْ عَنْهُ

জানাযার দোয়া #২.৩ (পুরুষ) উচ্চারণ

আল্লা-হুম্মা ‘আবদুকা, ওয়াবনু ‘আমাতিকা, ই'হতা-জা ইলা রা'হমাতিকা, ওয়া ‘আনতা গানিয়্যুন ‘আন ‘আযা-বিহি, ইন কা-না মু'হসিনান ফাঝিদ ফী 'হাসানা-তিহি, ওয়া ইন কা-না মুসী‘আন ফা তাজা-ওয়াঝ ‘আনহু

জানাযার দোয়া #২.৩ (পুরুষ) অনুবাদ

হে আল্লাহ্‌, সে আপনার এক দাস, আর এক দাসীর পুত্র। আপনার দয়া তার খুবই প্রয়োজন, তাকে শাস্তি না দিলে আপনার কোনও ক্ষতি নেই। যদি সে নেককার বান্দা হয়, তবে তার সওয়াব আরও বাড়িয়ে দিন, আর যদি বদকার বান্দা হয়, তবে তার খারাপ কাজগুলো ক্ষমা করুন।

রেফারেন্সসহিহ। আল-হাকিম: ১/৩৫৯

সেটিংস

বর্তমান ভাষা