২৮৮. মৃতকে কবরস্থ করার দোয়া #২
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, ‘যখন তোমরা লাশ কবরে রাখ, তখন বল -
بِسْمِ اللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللَّهِ
মৃতকে কবরস্থ করার দোয়া #২ উচ্চারণ
বিসমিল্লা-হি ওয়া ‘আলা- মিল্লাতি রসূলিল্লাহ্
মৃতকে কবরস্থ করার দোয়া #২ অনুবাদ
আল্লাহ্র নামে এবং তাঁর রাসূল (ﷺ)-এর মিল্লাতের উপর (লাশকে কবরে রাখছি)
মৃতব্যক্তিকে ডান কাতে কবরে রাখা সুন্নত। চিৎ করে এবং বুকের উপর হাত রেখে কবরে রাখার কোন প্রমাণ নেই। আর মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ ছাড়া কোন দোয়া নেই।
রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ১৫৫০