২৯০. কবর যিয়ারতের দোয়া #১

اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ إِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُوْنَ أَسْاَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

আস-সালামু ‘আলাইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু'মিনীনা ওয়াল মুসলিমীন, ইন্না- ইনশা- আল্লাহু বিকুম লা- ‘হিকূন, আস্আলুল্লাহা লানা- ওয়া লাকুমুল ‘আ-ফিয়্যাহ

অনুবাদ

হে কবরবাসী মুমিন ও মুসলিম! তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমরাও তোমাদের সাথে মিলিত হচ্ছি ইনশাআল্লাহ্‌। আমরা আল্লাহ্‌র নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি।

বুরাইদা ইবনুল হুসাইব আসলামী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) সাহাবীগণকে শিক্ষা দিতেন যে, কেউ যেন কবরস্থানে গেলে এ কথাগুলো বলে।

রেফারেন্সমুসলিমঃ ৯৭৫

সেটিংস

বর্তমান ভাষা