২৬৫. সালাতের পরের দোয়া #৮
اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَخَطَايَايَ كُلَّهَا اَللَّهُمَّ أَنْعِشْنِيْ وَاجْبُرْنِيْ وَاهْدِنيْ لِصَالِحِ الْأَعْمَالِ وَالْأَخْلَاقِ فَإِنَّهُ لَا يَهْدِيْ لِصَالِحِهَا وَلَا يَصْرِفُ سَيِّئَهَا إِلَّا أَنْتَ
আল্লা-হুম্মাগ্ফির্লী যুনূবী ওয়া খাত্বা-ইয়া-ইয়া কুল্লাহা-, আল্লা-হুম্মা, আন’ইশ্নী, ওয়াজবুরনী, ওয়াহদিনী লিস্বা-লি’হিল আ'মা-লি ওয়াল্ আখলা-ক্বি, ফা ইন্নাহু লা- ইয়াহ্দী লিস্বা-লি’হিহা-, ওয়ালা- ইয়াস্রিফু সাইয়্যিয়াহা- ইল্লা- আনতা
হে আল্লাহ্, আপনি আমার সকল ভুল ও গোনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ্, আপনি আমাকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করুন, আমাকে পূর্ণ করুন এবং আমাকে উত্তম কর্ম ও আচরণের তাওফীক প্রদান করুন; কারণ আপনি ছাড়া আর কেউ উত্তম কর্ম ও ব্যবহারের পথে নিতে পারে না বা খারাপ কর্ম ও আচরণ থেকে রক্ষা করতে পারে না।
আবু উমামা (রাঃ) ও আবু আইয়ুব (রাঃ) বলেন: “ফরয ও নফল যে কোনো সালাতে তোমাদের নবী (ﷺ)-এর কাছে যখনই গিয়েছি, তখনই শুনেছি তিনি সালাত শেষে ঘুরার বা উঠার সময় এ দোয়াটি বলেছেন।”