২৬৪. সালাতের পরের দোয়া #৭
১০০ বার বলবে -
اَللَّهُمَّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْم (التَّوَّابُ الْغَفُورُ)
আল্লা-হুম্মাগ্ফির লী, ওয়াতুব্ ‘আলাইয়্যা, ইন্নাকা আন্তাত তাওয়া-বুর রাহীম (অন্য বর্ণনায়: তাওয়াবুল গাফূর)
অনুবাদ
হে আল্লাহ্, আপনি আমাকে ক্ষমা করুন, এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনি তাওবা-কবুলকারী করুণাময় (অন্য বর্ণনায়: তাওবা কবুলকারী ক্ষমাশীল)
"একজন আনসারী সাহাবী (রাঃ) বলেন: “আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সালাতের পরে এ দোয়া বলতে শুনেছি ১০০ বার।” এ হাদীসের দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে: “রাসূলুল্লাহ্ (ﷺ) দোহার বা চাশতের দু' রাক'আত সালাত আদায় করেন। এরপর এ দোয়া ১০০ বার পাঠ করেন। দুটি বর্ণনাই সহীহ। অন্তত সালাতুদ দোহার' পরে এ দোয়াটি ১০০ বার পাঠ করার বিষয়ে সকল যিকির কারী মনোযোগী হওয়া উচিত।"
রেফারেন্সসহীহ। সহিহাহঃ ৫৫৬, আহমাদঃ ৫৫৬৪