২৪২. দোয়া মাসূরা #১২
মিজান ইবনুল আরদা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) মসজিদে প্রবেশ করেন। তখন এক ব্যক্তি সালাতের শেষের দিকে তাশাহুদ পাঠ করছে। সে বলছে -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লা-হু বিআন্নাকাল ওয়া-'হিদুল আ'হাদুস্ স্বমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইঊ্লাদ্ ওয়ালাম ইয়াকুন লাহু কুফূওয়ান আ'হাদ, আন্ তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফূরুর রহীম
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই। হে আল্লাহ্! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।
তার দোয়া শুনে আল্লাহ্র রাসূল (ﷺ) তিনবার বলেন, “তাকে মাফ করে দেওয়া হয়েছে।"
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সানার দোয়া #২
সানার দোয়া #৪
আয়াতুল কুরসী (সূরা আল-বাকারাহ্ ২:২৫৫)
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৩
সালাতের পরের দোয়া #৮
সালাতে পঠিত আয়াতের জবাব #২
সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়া
দোয়া মাসূরা #৭
রুকু থেকে উঠার দোয়া #১
দোয়া মাসূরা #১৫
পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়
দোয়া মাসূরা #৬