২০৫. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #২
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #২ আরবি
(اَللَّهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #২ উচ্চারণ
(১) রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ (২) আল্লা-হুম্মা রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ'
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #২ অনুবাদ
(১) হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা। (২) হে আল্লাহ্, আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা।
রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পরে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা দণ্ডায়মান থাকা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর আগেই সিজদা করলে সালাত নষ্ট হয়ে যাবে। এসময় উপরের বাক্যটি বলতে হবে। চারটি বাক্যের যে কোনো বাক্য বললেই সুন্নাত আদায় হবে। একেক সময় একেক বাক্য বলাই উত্তম।
রেফারেন্সবুখারীঃ ৭৯৫