২০৫. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #২
(اَللَّهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
(১) রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ (২) আল্লা-হুম্মা রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ'
(১) হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা। (২) হে আল্লাহ্, আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা।
রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পরে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা দণ্ডায়মান থাকা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর আগেই সিজদা করলে সালাত নষ্ট হয়ে যাবে। এসময় উপরের বাক্যটি বলতে হবে। চারটি বাক্যের যে কোনো বাক্য বললেই সুন্নাত আদায় হবে। একেক সময় একেক বাক্য বলাই উত্তম।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রুকূর দোয়া সমূহ #৬
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #১
সালাতুল ফাজরের পরের দোয়া
সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #১
সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস
রুকূর দোয়া সমূহ #১০
সিজদায় বেশী বেশী দোয়া করা
তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #২
সালাতের পরের দোয়া #৯
পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়
সালাম ফিরানোর পরের দোয়া #৪
সানার দোয়া #২