২৬১. সালাতের পরের দোয়া #৪

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

সালাতের পরের দোয়া #৪ আরবি

اَللَّهُمَّ غْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ

সালাতের পরের দোয়া #৪ উচ্চারণ

আল্লা-হুম্মাগফিরলী মা- ক্বাদ্দামতু, ওয়ামা- আখ্‌খারতু, ওয়ামা- আস্‌রারতু, ওয়ামা- আ'‌লানতু, ওয়ামা- আস্‌রাফতু, ওয়ামা- আনতা আ‘‌লামু বিহী মিন্নী। আনতাল মুক্বাদ্দিমু, ওয়া আনতাল মুআখ্‌খিরু, লা- ইলা-হা ইল্লা- আনতা

সালাতের পরের দোয়া #৪ অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি আমাকে ক্ষমা করুন আমি যা পূর্বে করেছি এবং পরে যা করেছি, গোপনে যা করেছি এবং প্রকাশ্যে যা করেছি এবং বাড়াবাড়ি করে যা করেছি এবং যে সকল গোনাহ আপনি আমার চেয়েও বেশি জানেন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পিছিয়ে দেন। আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাশাহ্‌হুদের পরে সালামের আগে, [১] দ্বিতীয় বর্ণনায়: সালাত শেষে সালামের পর এ কথাগুলো বলতেন।” [২] দুটি বর্ণনাই সহীহ। সম্ভবত তিনি কখনো সালামের আগে ও কখনো পরে এ দোয়াটি পড়তেন।”

রেফারেন্স[১] মুসলিমঃ ৭৭১ [২] সহীহ। আবু দাউদঃ ১৫০৯

সেটিংস

বর্তমান ভাষা