২৬০. সালাতের পরের দোয়া #৩
সালাতের পরের দোয়া #৩ আরবি
اَللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
সালাতের পরের দোয়া #৩ উচ্চারণ
আল্লা-হুম্মা, আ’ইন্নী ‘আলা- যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া 'হুসনি ‘ইবা-দাতিক
সালাতের পরের দোয়া #৩ অনুবাদ
হে আল্লাহ্, আপনি আমাকে আপনার দোয়া করতে, কৃতজ্ঞতা আদায় করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুন।
মু'আয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার হাত ধরে বলেন, “মু'আয, আমি তোমাকে ভালোবাসি। ... মু'আয, আমি তোমাকে ওসীয়ত করছি, প্রত্যেক সালাতের পরে এ দোয়াটি বলা থেকে কখনো ভুলে যাবে না।”
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ১৫২২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৬রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৩দোয়া মাসূরা #২সিজদার দোয়া সমূহ #৯সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়াফজরের সালাতের পর দোয়ার মহত্ত্ব #১সালাম ফিরানোর পরের দোয়া #৩দোয়া মাসূরা #১২তাশাহুদ (আত-তাহিয়্যাত)দুই সিজদার মধ্যবর্তী দোয়া #১দোয়া মাসূরা #৫দোয়া মাসূরা #৮