২৩৯. দোয়া মাসূরা #৯

اَللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

আল্লা-হুম্মা আ‘ইন্নী ‘আলা যিক্‌রিকা ও শুকরিকা ওয়া হুসনি ইবা-দাতিক

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাকে সাহায্য করো যেন তোমাকে স্মরণ রাখতে পারি, তোমার শুকরিয়া আদায় করতে পারি, এবং সুন্দরভাবে তোমার গোলামি করতে পারি।

মু‘আয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত, একদা রসূলুল্লাহ (ﷺ) তার হাত ধরে বললেন, হে মু‘আয! আল্লাহ্‌র শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহ্‌র শপথ! আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। তিনি বললেন, হে মু‘আয! আমি তোমাকে ওয়াসিয়াত করছি, তুমি প্রত্যেক সালাতের পর এ দু‘আটি কখনো পরিহার করবে না - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ১৫২২

সেটিংস

বর্তমান ভাষা