৮৭৬. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৮

اَللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَىْءٍ بَعْدُ، اَللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اَللَّهُمَّ طَهِّرْنِي مِنَ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الْوَسَخِ

আল্লা-হুম্মা, রাব্বানা- লাকাল ‘হামদু, মিলআস সামাওয়া-তি ওয়া মিলআল আরদ্বি ওয়া মিলআ মা- শি‘তা মিন শাইয়িন বা’দু, আল্লা-হুম্মা ত্বাহ্‌হিরনী বিছ্‌-ছালজি ওয়াল বারাদি ওয়াল মা-ইল বা-রাদ, আল্লা-হুম্মা ত্বাহ্‌হিরনী মিনায যুনূবী ওয়াল খাত্বা-ইয়া কামা- ইউনাক্বাছ ছাওবুল আব্‌ইয়াদু মিনাল ওয়াসাখ।

অনুবাদ

হে আল্লাহ! তোমার জন্য ঐ পরিমাণ প্রশংসা-যা আসমান ও জমিনকে পরিপূর্ণ করে দেয়। অতঃপর তুমি যা চাও তা দিয়ে পরিপূর্ণ করো। হে আল্লাহ! আমাকে বরফ, কুয়াশা, ঠাণ্ডা পানি দিয়ে পবিত্র করে দাও। হে আল্লাহ! সাদা কাপড় যেভাবে ময়লা থেকে পরিষ্কার হয়ে ধবধবে সাদা হয়ে যায়, আমাকেও তদ্রুপ যাবতীয় গুনাহ থেকে পবিত্র করে দাও।

রেফারেন্সমুসলিমঃ ৪৭৬

সেটিংস

বর্তমান ভাষা