২২০. সিজদার দোয়া সমূহ #৮
আল্লাহ্র রাসূল (ﷺ) সিজদায় গিয়ে বলতেন -
সিজদার দোয়া সমূহ #৮ আরবি
اَللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَلَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَصَوَّرَهُ، فَأَحْسَنَ صُوْرَتَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
সিজদার দোয়া সমূহ #৮ উচ্চারণ
আল্লা-হুম্মা লাকা সাজাদ্তু ওয়া লাকা আসলামতু, ওয়াবিকা আ-মানতু, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাক্বাহু ওয়া সাওয়্যারাহু ফা-আ'হ্সানা সুও-রাতাহু ওয়া শাক্কা সাম‘আহু ওয়া বাসারাহু, তাবা-রাকাল্লাহু আহ্সানুল খা-লিক্বীন
সিজদার দোয়া সমূহ #৮ অনুবাদ
হে আল্লাহ্! আমি তোমার উদ্দেশে সিজদা দিয়েছি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তোমার প্রতি ঈমান এনেছি, আমার চেহারা তাঁর উদ্দেশে সিজদায় অবনত, যিনি একে সৃষ্টি করে আকৃতি দিয়েছেন, এর আকৃতিকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং তার কান ও চোখ খুলে দিয়েছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ্ অতি বরকতময়!'
রেফারেন্সসহিহ। নাসায়ীঃ ১১২৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সালাতে পঠিত আয়াতের জবাব #২সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়াসালাতের পরের দোয়া #৯সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়াসিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #২রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৮সালাম ফিরানোর পরের দোয়া #৩সালাতের পরের দোয়া #২দোয়া মাসূরা #১০সিজদার দোয়া সমূহ #৪দোয়া মাসূরা #৩সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #১