২২০. সিজদার দোয়া সমূহ #৮

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

আল্লাহ্‌র রাসূল (ﷺ) সিজদায় গিয়ে বলতেন -

সিজদার দোয়া সমূহ #৮ আরবি

اَللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَلَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَصَوَّرَهُ، فَأَحْسَنَ صُوْرَتَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

সিজদার দোয়া সমূহ #৮ উচ্চারণ

আল্লা-হুম্মা লাকা সাজাদ্‌তু ওয়া লাকা আসলামতু, ওয়াবিকা আ-মানতু, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাক্বাহু ওয়া সাওয়্যারাহু ফা-আ'হ্‌সানা সুও-রাতাহু ওয়া শাক্কা সাম‘আহু ওয়া বাসারাহু, তাবা-রাকাল্লাহু আহ্‌সানুল খা-লিক্বীন

সিজদার দোয়া সমূহ #৮ অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার উদ্দেশে সিজদা দিয়েছি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তোমার প্রতি ঈমান এনেছি, আমার চেহারা তাঁর উদ্দেশে সিজদায় অবনত, যিনি একে সৃষ্টি করে আকৃতি দিয়েছেন, এর আকৃতিকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এবং তার কান ও চোখ খুলে দিয়েছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ্‌ অতি বরকতময়!'

রেফারেন্সসহিহ। নাসায়ীঃ ১১২৬

সেটিংস

বর্তমান ভাষা