২৪০. দোয়া মাসূরা #১০

Daily DuasProtectionIslamic PrayerCategory 13

দোয়া মাসূরা #১০ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ نُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ

দোয়া মাসূরা #১০ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল বুখলি, ওয়া ‘আউযু বিকা মিনাল জুবনি, ওয়া আ‘উযু বিকা মিন আন নুরাদ্দা ইলা- আরযালিল্ ‘উমুরি, ওয়া আ‘উযু বিকা মিন্ ফিতনাতিদ দুন্‌ইয়া- ওয়া আযা-বিল ক্বাবর

দোয়া মাসূরা #১০ অনুবাদ

হে আল্লাহ্‌! আমি কাপুরুষতা ও কৃপণতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বার্ধক্যের অসহায়ত্ব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর আমি দুনিয়ার ফিত্‌না ও ক্ববরের 'আযাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) থেকে বর্ণিত, শিক্ষক যেভাবে বাচ্চাদের হাতের লেখা শেখায়, সাদ (রাঃ) তার ছেলেদের এসব বাক্য সেভাবে শেখাতেন। আর তিনি বলতেন, সালাতের শেষের দিকে আল্লাহ্‌র রাসূল (ﷺ) এসব বিষয়ে (আল্লাহ্‌র কাছে) আশ্রয় চাইতেন- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সবুখারীঃ ৬৩৭৪

সেটিংস

বর্তমান ভাষা