২৪৪. দোয়া মাসূরা #১৪
বুরাইদা ইবনুল হুসাইব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) এক ব্যক্তিকে এ কথা বলে দোয়া করতে শুনেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي اَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِيْ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ
আল্লা-হুম্মা ইন্নী আস্আলুকা বিআন্নী আশ্হাদু আন্নাকা আনতাল্লা-হু লা- ইলা-হা ইল্লা- আনতাল্ আ'হাদুস্ স্বামাদুল্ লাযী লাম্ ইয়ালিদ্ ওয়ালাম্ ইঊ্লাদ্ ওয়ালাম্ ইয়াকুন লাহু কুফুওয়ান্ আহাদ্
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই। আমি সাক্ষ্য দিচ্ছি, একমাত্র তুমিই আল্লাহ্, তুমি ছাড়া কোনও হক্ব ইলাহ নেই, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই।
তখন নবী (ﷺ) বলেন, “শপথ সেই সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ! সে আল্লাহ্কে তাঁর মহান নাম নিয়ে ডেকেছে, যে নাম নিয়ে ডাকা হলে তিনি সাড়া দেন এবং যে নাম নিয়ে কিছু চাওয়া হলে তিনি তা দেন।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রুকূর দোয়া সমূহ #৮
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৩
সালাম ফিরানোর পরের দোয়া #৪
তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #১
সালাতের পরের দোয়া #৬
সিজদার দোয়া সমূহ #৭
দোয়া মাসূরা #২
আয়াতুল কুরসী (সূরা আল-বাকারাহ্ ২:২৫৫)
তাশাহুদের পর নবী (ﷺ)-এর জন্য দরুদ পাঠ #২
দোয়া মাসূরা #১১
সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #১
সালাম ফিরানোর পরের দোয়া #৩