২০৯. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৬

اَلْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى

রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৬ উচ্চারণ

আলহামদু লিল্লাহি হামদান কাছিরান ত্বায়্যিবান মুবারাকান ফিহি মুবারাকান ‘আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদ্বা

রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৬ অনুবাদ

আল্লাহ্‌র জন্যই অধিকাধিক পবিত্র ও বরকতময় সকল প্রশংসা, যার উপর রয়েছে বরকত যেমনটা আমাদের রব্ব ভালোবাসেন ও সন্তুষ্ট হোন

রিফা’ ইবন রাফি’ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর পেছনে সালাত আদায় করেছি। তখন আমি হাঁচি দিলাম এবং বললাম- (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে) রাসূলুল্লাহ্‌ (ﷺ) সালাত সমাপ্ত করে ফিরে বললেন, সালাতে কে কথা বলেছে? তখন কেউই উত্তর দিল না। তিনি দ্বিতীয়বার বললেন, কে সালাতে তা বলেছে? তখন রিফাআ ইবন রাফি ইবন আফরা (রাঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি বলেছি। তিনি বললেন, তুমি কি বলেছ? তিনি বললেন, আমি বলেছি- (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে) তখন নবী (ﷺ) বললেনঃ যার হাতে আমার প্রাণ তাঁর শপথ! ত্রিশজনের বেশি ফেরেশতা তা নিয়ে তাড়াহুড়ো করছে, কে তা নিয়ে উপরে উঠবে।

রেফারেন্সহাসান। সুনান নাসাঈঃ ৯৩১

সেটিংস

বর্তমান ভাষা