২১১. সিজদায় কুরআন পড়তে নিষেধ
Daily DuasProtectionIslamic PrayerCategory 13
ইবনু ‘আব্বাস্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমাকে রুকূ ও সিজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। তবে রুকূতে তোমরা আল্লাহ্র বড়ত্ব বর্ণনা করো। আর সিজদায় বেশী বেশী দোয়া করো। তোমাদের দোয়া ক্ববুলের জন্য সিজদাহ্ উপযুক্ত স্থান’। [১]
উপরোক্ত হাদীসদ্বয় দ্বারা প্রতীয়মান হয় যে, সিজদায় বেশী বেশী দোয়া করতে হবে এবং সিজদায় যে দোয়া করা হয়, তা কবুল হয়। অতএব, কুরআনের দোয়া ব্যতীত হাদীসের যে কোন দোয়া করা যায়। রুকূ-সিজদায় কুরআনী কোন দোয়া পড়া যাবে না।
রেফারেন্সমুসলিমঃ ৪৭৯