২১১. সিজদায় কুরআন পড়তে নিষেধ
ইবনু ‘আব্বাস্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, আমাকে রুকূ ও সিজদায় কুরআন পড়তে নিষেধ করা হয়েছে। তবে রুকূতে তোমরা আল্লাহ্র বড়ত্ব বর্ণনা করো। আর সিজদায় বেশী বেশী দোয়া করো। তোমাদের দোয়া ক্ববুলের জন্য সিজদাহ্ উপযুক্ত স্থান’। [১]
উপরোক্ত হাদীসদ্বয় দ্বারা প্রতীয়মান হয় যে, সিজদায় বেশী বেশী দোয়া করতে হবে এবং সিজদায় যে দোয়া করা হয়, তা কবুল হয়। অতএব, কুরআনের দোয়া ব্যতীত হাদীসের যে কোন দোয়া করা যায়। রুকূ-সিজদায় কুরআনী কোন দোয়া পড়া যাবে না।
রেফারেন্সমুসলিমঃ ৪৭৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৭সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়াসিজদার দোয়া সমূহ #৩রুকূর দোয়া সমূহ #৬সালাতের মাঝে শয়তানের কুমন্ত্রণা হতে বাঁচার দোয়ারুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৫রুকূর দোয়া সমূহ #৯রুকূর দোয়া সমূহ #৭দোয়া মাসূরা #৭সালাতে পঠিত আয়াতের জবাব #২রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৩সিজদার দোয়া সমূহ #২