পরিচ্ছেদ: হিজামা (Cupping) লাগানোর সময় মনের অবস্থা

১৫৮

মনে রাখবেন যে, সহীহ হাদীস মুতাবেক হিজামা করতেছেন। আল্লাহ আপনাকে আরোগ্য দান করতে চান। কারণ আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুসরণে আল্লাহর কাছে আরোগ্য কামনা করতেছেন। অতঃপর বিছমিল্লাহ বলে আরম্ভ করতে হবে।হিজমা থেরাপী (Cupping Therapy): রোগীকে আরামদায়ক অবস্থায় শুইয়ে অথবা বসিয়ে রাখতে হবে। যে স্থানে হিজামা করতে চান তা জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত (sterilize) যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। হাতে গ্লাবস পরে নেয়া উত্তম। অতঃপর হিজামার স্থানে ধারালো সুচ বা ব্লেড দ্বারা হালকা ভাবে ছিদ্র। করে নিতে হবে। অতঃপর কাপ সেট করে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। এভাবে দুষিত রক্ত বের হয়ে কাপে জমতে থাকবে। এ সময় কুরআন তেলাওয়াত করা অথবা তেলাওয়াতের সিডি বাজানো যায় যা আরোগ্য দানে সাহায্য করবে ইনশাআল্লাহ। হিজামা শেষে ঐস্থানে কালোজিরার তেল (black seed oil) অথবা Antibacterial Solutions লাগাতে হবে। প্রয়োজনে হিজামার স্থান ঢেকে (bandage) দিতে পারেন। হিজামার পর সাধারণত সে স্থানে গোল চিহ্ন বা ফোলা অনুভব হয়। যা সর্বোচ্চ দুই-তিন দিন থাকতে পারে। এটা দুষিত রক্ত বের হওয়ার চিহ্ন।

সেটিংস

বর্তমান ভাষা