পরিচ্ছেদ: হিজামা কি ?

১৪৭

হিজামা একটি ইসলামিক চিকিৎসা ব্যবস্থা। হিজামা (حِجَامَة) আরবী শব্দ আল-হাজম থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে লওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং) হিজামা এক ধরণের চিকিৎসা যার মাধ্যমে দুষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংস পেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। এর মাধ্যমে পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকরীতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও বলবান হয়।হিজামা বা Wet Cupping অতি প্রাচীন মেডিক্যাল ট্রিটমেন্ট হিসাবে আরববিশ্বে জনপ্রিয়। নির্দিষ্ট স্থান থেকে ধারালো সূচের স্পর্শ দিয়ে নেগেটিভ প্রেশার দিয়ে (টেনে/চোষে) নিঃস্তেজ প্রবাহহীন দুষিত রক্ত বের করে আনা হয়। এ হিজামা থেরাপী (Controlled Bloodletting) ৩০০০ বৎসরেরও পুরাতন চিকিৎসা পদ্ধতি। রাসূলুল্লাহ (ﷺ) হিজামা ক৪ে২রছেন, করার জন্য উৎসাহ প্রদান করেছেন। হিজামা থেরাপী মধ্যপ্রাচ্য থেকে উৎপত্তি হলেও চিকিৎসা পদ্ধতি হিসাবে চীন, ইন্ডিয়া ও আমেরিকায় বহু পূর্বে থেকে প্রচলিত ছিল। ১৮ শতক থেকে ইউরোপেও এর প্রচলন রয়েছে। শরীরের ব্যথাযুক্ত স্থান থেকে হিজামার মাধ্যমে সামান্য পরিমাণ দুষিত রক্ত বের করে আনার মাধ্যমে রোগী আরোগ্য লাভ করেন এবং ব্যথ্যা মুক্ত হন, আর শরীরের মধ্যে ব্যালেন্স প্রতিষ্ঠিত হয়।

সেটিংস

বর্তমান ভাষা