পরিচ্ছেদ: হিজামার জন্য প্রস্তুতি
১৫৫
হিজামার পূর্বে গোসল করে নেওয়া উত্তম। যদি গোসল না করেন তবে হিজামার পূর্বে ঘন্টা খানেক বিশ্রাম নেওয়া ভালো। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (ﷺ) গোসল করতেন, যৌন অপবিত্রতার পর, জুমার দিন, হিজামার পূর্বে এবং মৃতের গোসল দেয়ার পর। [সুনানে আবু দাউদ, হা/৩১৬০; সানাদ দুর্বল]খালি পেটে হিজামা (Cupping) করা ভাল। ইবনে ওমর (রাঃ) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাসী মুখে হিজামা করালে তাতে নিরাময় ও বরকত লাভ হয় এবং তাতে জ্ঞান ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। [সুনান ইবনে মাজাহ, (তাওহীদ পাবলিকেশন্স) হা/৩৪৮৭, ৩৪৮৮; সাদ হাসান]