পরিচ্ছেদ: মহিলাদের জন্য হিজামা
১৫২
জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) বর্ণনা করেছেন, উম্মে সালামা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হিজামা করার জন্য অনুমতি চাইলেন। তাই রাসূলুল্লাহ তাকে (উম্মে সালামাকে) হিজামা লাগিয়ে দিতে আবু তাইবা (রাঃ)-কে আদেশ দিলেন। জাবির বিন আব্দুল্লাহ (রাঃ) বললেন, আমার মনে হয়, আবু তাইবা তার (উম্মে সালামার) দুধ ভাই অথবা একজন অপ্রাপ্ত বালক ছিলেন। [সুনান আবু দাউদ, হা/৪১০৫; সুনান ইবনে মাজাহ (তাওহীদ পাবলিকেশন্স), হা/৩৪৮০; সানাদ সহীহ]