পরিচ্ছেদ: হিজামা করা সুন্নাহ
১৪৮
"হিজামা (Cupping) একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। বহু সহীহ হাদীস দ্বারা রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রমাণীত। হিজামা রাসূলুল্লাহ (ﷺ)-এর চিকিৎসা পদ্ধতি (The Prophetic Medicine) এর অন্তর্ভূক্ত একটি চিকিৎসা।রাসূলুল্লাহ (ﷺ) হিজামার উপকারীতা সম্পর্কে অবহিত করেছেন, নিজে ব্যবহার করেছেন এবং হিজামা ব্যবহারের প্রতি উৎসাহিত করেছেন।হিজামার ব্যবহার রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবায়ে কেরাম (রাঃ)-এর মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) হিজামা করেছেন উনার মাথায় মাইগ্রেইন এর [সহীহুল বুখারী, হা/৫৭০০, ৫৭০১; (তাওহীদ পাবলিকেশন্স)] জন্য, পায়ে, [সুনান আন-নাসাঈ, হা/২৮৫২; (মিনা বুক হাউস)] পিঠে পিঠের ব্যথার জন্য [সুনানে আবু দাউদ, হা/৩৮৫৯; সানাদ সহীহ] দুই কাধের মধ্যে [সুনানে আবু দাউদ, হা/৩৮৬০; সানাদ সহীহ], ঘাড়ের দুটি রগের উপর [সুনানে আবু দাউদ, হা/৩৮৬৩; সানাদ সহীহ] ও হাড় মচকে গেলে”।"