পরিচ্ছেদ: হিজামার পারিশ্রমিক নেওয়া কি অবৈধ?

১৫৩

আওন বিন আবু হুযাইফা থেকে বর্ণিত, তিনি বলেন: আমার পিতা একদা হিজামা লাগতে পারে এমন এক কৃতদাস কিনে আনলেন এবং আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন: নবী (ﷺ) কুকুরের মূল্য এবং রক্তের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন এবং শরীরে খোদাই করে নকশা করা এবং করানো থেকে নিষেধ করেছেন এবং সুদ দিতে এবং নিতে নিষেধ করেছেন এবং যে ছবি উঠায় (চিত্রাংকনকারীকে) তাকে লানত করেছেন। [সহীহুল বুখারী হা/২০৮৬] আওন বিন আবু হুযাইফা তার পিতা থেকে বর্ণনা করেন যে, তার পিতা হিজামা লাগায় এমন এক কৃতদাস কিনে এনে তার হিজামা লাগানোর যন্ত্রপাতি ভেঙ্গে ফেললেন এবং অতঃপর বললেন: নিশ্চয়ই নবী (ﷺ) রক্তের মূল্য এবং কুকুরের মূল্য এবং পতিতা বৃত্ত থেকে নিষেধ করেছেন এবং সুদ দাতা ও গ্রহীতা এবং শরীর খোদাই করে নকশা করা এবং যে ছবি অংকন করে এদের সবার ওপর লা'নত করেছেন। [সহীহুল বুখারী হা/৫৯৬২]

সেটিংস

বর্তমান ভাষা