পরিচ্ছেদ: বৈধতার হাদীসসমূহ
১৫৪
আনাস বিন মালিক (রাঃ)-এর নিকট হিজামা বৃত্তির উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হিজামা (নিজ শরীরে) লাগিয়েছেন। আবু তায়বা তাকে হিজামা করেছে। তাকে দুই সা (প্রায় ৫কেজি) খাদ্য বস্তু দেওয়ার নির্দেশ দেন এবং তার মালিকদের সাথে আলোচনা করেন। এতে তারা তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেয়। তিনি আরো বলেন: তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সে সবের মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ঔষধের মধ্যে অধিক ফলদায়ক। [সহীহ মুসলিম, হা/৩৯৩০; (হাদীস একাডেমী); সহীহুল বুখারী, হা/২১০২; (তাওহীদ পাবলিকেশন্স)]আমর বিন আমির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ) হিজামা লাগাতেন এবং কোনো লোকের পারিশ্রমিক কম দিতেন না। [সহীহুল বুখারী, হা/২২৮০; (তাওহীদ পাবলিকেশন্স); সহীহ মুসলিম, হা/১৫৭৭; মাসনাদে আহমদ, হা/১২২০৭]ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) হিজামা করালেন এবং যে তাকে হিজামা করেছে তাকে তিনি মজুরী দিয়েছিলেন। যদি তিনি তা অপছন্দ করতেন তবে তাকে (পারিশ্রমিক) দিতেন না। [সহীহুল বুখারী, হা/২১০৩, ২২৭৯ (তাওহীদ পাবলিকেশন্স)]পর্যালোচনা: হিজামা লাগিয়ে পারিশ্রমিক নেওয়া অবৈধতা সংক্রান্ত বিধান পরবর্তিতে রাসূলুল্লাহ (ﷺ) এর আমল ও নির্দেশ দ্বারা বাতিল বা মনসুখ হয়ে গেছে।