পরিচ্ছেদ: হিজামা ফেরেস্তাদের দ্বারা সুপারিশকৃত

১৫০

ভূমিকাقال ابن عباس إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُرِجَ بِهِ مَا مَرَّ عَلَى مَلَإٍ مِنْ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا عَلَيْكَ بِالْحِجَامَةِইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মিরাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলকেই অতিক্রম করেন তারা বলেন, “আপনি অবশ্যই হিজামা করাবেন”। [সহীহ আত-তিরমিযী, হা/২০৫৩]عَنْ ابْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَ رَسُولَ اللَّهِ ﷺ عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلَإٍ مِنَ الْمَلَائِكَةِ إِلاَّ أَمَرُوهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالْحِجَامَةِইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মিরাজের রাত প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন যে, এই রাতে ফিরিশতাদের যে দলের সম্মুখ দিয়েই তিনি যাচ্ছিলেন তারা বলেছেন, “আপনার উম্মতকে হিজামার নির্দেশ দিন”। [সহীহ ইবনু মাজাহ, হা/৩৪৭৭; সহীহ আত-তিরমিযী, হা/২০৫২]হিজামা একটি প্রাচীন মেডিক্যাল ট্রিটমেন্ট যা আমরা পূর্বেই উল্লেখ করেছি। এটি ফেরেস্তাদের দ্বারা সুপারিশকৃত রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর উম্মতের জন্য। এজন্য কেউ বলতে পারে না যে, এটি একটি পুরাতন চিকিৎসা পদ্ধতি বর্তমান আধুনিক যুগে অচল। বরং এটি সাফল্যপূর্ণ প্রতিশেধক সমস্ত বিশ্ববাসীর জন্য। কারণ রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রেরণ করা হয়েছে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। [দেখুন: পূর্বে বর্ণিত সহীহ আত-তিরমিযী, হা/২০৫২, ২০৫৩; সহীহ ইবনু মাজাহ, হা/৩৪৭৭]
সিয়াম ও ইহরাম বাধা অবস্থায় হিজামা লাগানো
আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ইহরাম অবস্থায়, তখন মাথা ব্যাথার জন্য হিজামা ব্যবহার করেন। [সহীহুল বুখারী, হা/৫৭০১; (তাওহীদ পাবলিকেশন্স)]আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সিয়াম অবস্থায় হিজামা লাগিয়াছিলেন। [সহীহুল বুখারী, হা/৫৬৯৪; (তাওহীদ পাবলিকেশন্স)]
মাথা ব্যথায় হিজামা
সালামা (রাঃ) বর্ণনা করেছেন, “যখন কেউ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে মাথা ব্যথার কথা বলত, তিনি (ﷺ) তাদেরকে হিজামা করার কথা বলতেন”। [সুনানে আবু দাউদ, হা/৩৮৫৮; সনাদ হাসান]
জ্ঞান এবং স্মৃতি বর্ধক
ইবনে উমার (রাঃ) বর্ননা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “খালি পেটে হিজামা লাগানো উত্তম। এতে শিফা ও বরকত রয়েছে। এতে জ্ঞান এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায়...। [সুনান ইবনে মাজাহ, (তাওহীদ পাবলিকেশন্স) হা/৩৪৮৭; সানাদ হাসান]
বিষ-ব্যথা
আব্দুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন যে, এক ইহুদী মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-কে বিষ যুক্ত গোস্ত খেতে দিয়েছিল, তাই তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন “কেন তুমি তা করলে?” মহিলাটি উত্তরে বলল, “যদি তুমি সত্যিই আল্লাহর বার্তা বাহক হও তবে আল্লাহ তোমাকে জানিয়ে দিবেন এবং তুমি যদি তাঁর বার্তা বাহক না হও তবে আমি মানুষকে তোমার থেকে নিরাপদ রাখতাম”! যখন আল্লাহর রাসূল (ﷺ)-এর যন্ত্রনা অনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন। একদা ইহরাম অবস্থায় তিনি ভ্রমনে বের হলেন এবং ঐ বিষের যন্ত্রনা বোধ করলেন তখন তিনি হিজামা ব্যবহার করলেন। [মুসনাদে আহমেদ, ১/৩০৫; সানাদ হাসান]যাদুইবনুল কাইয়িম (রহ.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় সিঙ্গা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয়। [যাদুল মায়’দ, ৪/১২৫-১২৬]

সেটিংস

বর্তমান ভাষা