৯৪. তাসবীহ
১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আল-হামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহ্ আকবার' ও ১০০ বার লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়্যিন ক্বাদীর (অথবা ১০০ বার লা- ইলা-হা ইল্লাল্লা-হ)। ফজরের পরে ও আসরের পরে।
سُبْحَانَ اللَّهِ
সুব‘হা-নাল্লা-হ’
আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করছি।
اَلْحَمْدُ لِلَّهِ
আল ‘হামদু লিল্লা-হ’
সকল প্রশংসা আল্লহর জন্য।
اَللَّهُ أَكْبَرُ
আল্লাহু আকবার
আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু, ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়্যিন ক্বাদীর
আল্লাহ্ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
লা- ইলা-হা ইল্লাল্লা-হ
আল্লাহ্ ছাড়া কোনো সত্য মাবুদ নেই
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সাপ-বিচ্ছু থেকে আত্মরক্ষার দোয়া
একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী
নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়া
বিশেষ তাহলীল
উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দোয়া
সকাল-সন্ধ্যার যিক্রের ফযীলত
বিকালের যিক্রসমূহ #৪
দয়াময় আল্লাহ্র কাছে অতি প্রিয় দুটি কালেমা
বিকালের যিক্রসমূহ #৬
সকালের যিক্র সমূহ #৪
সূরা ইখলাস, ফালাক ও নাস
বিকালের যিক্রসমূহ #৩