১০৫. সন্ধ্যায় উপনীত হলে করণীয়
নবী (ﷺ) বলেন, “যখন রাত্রি অন্ধকার হবে” অথবা (বলেছেন) “সন্ধায় উপনীত হলে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে; কারণ, তখন শয়তানরা ছড়িয়ে পড়তে থাকে। তারপর যখন রাতের একটা সময় অতিবাহিত হবে, তখন তাদের ছেড়ে দিবে। আর তোমরা দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহ্র নাম নিবে; কেননা শয়তান কোনো বন্ধ দরজা খুলে না। আর তোমরা তোমাদের পানপাত্রসমূহ বেঁধে রাখবে এবং আল্লাহ্র নাম নিবে। আর তোমরা তোমাদের থালা-বাসন ঢেকে রাখবে এবং আল্লাহ্র নাম নিবে, যদিও সামান্য কিছু তার উপর রাখ। আর তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে রাখবে।”
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিকালের যিক্রসমূহ #৬
দাজ্জালের ফিতনা থেকে আত্মরক্ষার দোয়া
সকালের যিক্র সমূহ #২
সূরা ইখলাস, ফালাক ও নাস
নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়া
বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়া
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৫
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪
বিশেষ তাহলীল
বিকালের যিক্রসমূহ #৫
সূর্য উদিত হওয়ার সময় দোয়া
ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া