১০০১. বিকালের যিক্রসমূহ #৬
বিকালের যিক্রসমূহ #৬ আরবি
اَللَّهُمَّ مَا أَمْسَى بِي مِنْ نِعْمَةٍ أَوْ بِأَحَدٍ مِنْ خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ الشُّكْرُ
বিকালের যিক্রসমূহ #৬ উচ্চারণ
আল্লা-হুম্মা মা- আমসা- বী- মিন নি‘মাতিন আউ বিআ'হাদিন মিন খালক্বিকা ফামিনকা ওয়া'হ্দাকা লা- শারীকা লাকা, ফালাকাল 'হাম্দু ওয়ালাকাশ্ শুক্রু
বিকালের যিক্রসমূহ #৬ অনুবাদ
হে আল্লাহ্! যে নেয়ামত আমার সাথে বিকালে উপনীত হয়েছে, অথবা আপনার সৃষ্টির অন্য কারও সাথে; এসব নেয়ামত কেবলমাত্র আপনার নিকট থেকেই; আপনার কোনো শরীক নেই। সুতরাং সকল প্রশংসা আপনারই। আর সকল কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য।
যে ব্যক্তি সকালবেলা উপরোক্ত দোয়া পাঠ করলো সে যেন সেই দিনের শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি বিকালবেলা উপরোক্ত দোয়া পাঠ করলো সে যেন রাতের শুকরিয়া আদায় করলো।
রেফারেন্সহাসান (ইবনে হাজার)। নাতাইজুল আফকারঃ ২/৩৮০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সকালের যিক্র সমূহ #৫সকালের যিক্র সমূহ #২দয়াময় আল্লাহ্র কাছে অতি প্রিয় দুটি কালেমাআয়াতুল কুরসীসকাল-সন্ধ্যার যিক্রের ফযীলতফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়ানফসের অকল্যাণ থেকে নিরাপদ থাকার দোয়াএকশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহীসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭বিকালের যিক্রসমূহ #৩অস্তগামী চাঁদের অনিষ্ট থেকে বাঁচার দোয়াসঠিক পথনির্দেশনা পাওয়ার দোয়া