৯১৪. দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #২
اَللَّهُمَّ اشْفِ عَبْدَكَ يَنْكَأُ لَكَ عَدُوًّا، أَوْ يَمْشِيْ لَكَ إِلٰى جَنَازَةٍ.
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #২ উচ্চারণ
আল্লা-হুম্মাশ্ ফি আব্দাকা ইয়ান্কাউ লাকা আদুওয়্যা, আও ইয়াম্শি লাকা ইলা জানাযাহ।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে #২ অনুবাদ
হে আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে সুস্থতা দান করুন, যেন সে সুস্থ হয়ে আপনার কোনাে শত্রুকে আহত করতে পারে, অথবা (কমপক্ষে) আপনার সন্তুষ্টি লাভের জন্য কোনাে জানাযার সঙ্গে যেতে পারে।
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৩১০৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
মুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #২রোগীর জন্য দোয়া #১অসুস্থ ব্যক্তির জন্য দোয়াবদনজর থেকে হিফাযতমুমূর্ষ ব্যক্তিকে যে দোয়া পড়তে উদ্বুদ্ধ করা উচিত #১ব্যাথার জন্য দোয়া #১বদনজর ও রোগব্যাধি থেকে হিফাযতের দোয়াঅসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #২অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফযীলত #১অসুস্থতা, ক্ষত ও ব্যথার দোয়ানিজের কোন কিছু দেখে পছন্দ হলেঅসুস্থতা ও বদনজরের মাসনূন দোয়া