৫০২. খাওয়া শেষে দোয়ার গুরুত্ব

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “আল্লাহ্‌ ওই বান্দার উপর অবশ্যই খুশি হবেন, যে খাবার খেয়ে খাবারের জন্য আল্লাহ্‌র প্রশংসা করে অথবা পানীয় পান করে পানীয়র জন্য আল্লাহ্‌র প্রশংসা করে"।

রেফারেন্সমুসলিমঃ ২৭৩৪

সেটিংস

বর্তমান ভাষা