৫০৫. খাবারের পরের যিক্র #১
(খাওয়া শেষে) নবী (ﷺ) দস্তরখানা ওঠানোর সময় বলতেন -
খাবারের পরের যিক্র #১ আরবি
اَلْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ، وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
খাবারের পরের যিক্র #১ উচ্চারণ
আলহামদু লিল্লা-হি হামদান কাছিরান তায়্যিবান মুবা-রাকান ফীহি, গাইরা মাকফিয়্যিন ওয়ালা মুয়াদ্দা‘ইন, ওয়ালা মুসতাগনান ‘আনহু রব্বানা-
খাবারের পরের যিক্র #১ অনুবাদ
সকল প্রশংসা আল্লাহ্র, (এমন প্রশংসা যা) পরিমাণে বিপুল, পবিত্র, বরকতময়, (তুমি আমাদের জন্য) যথেষ্ট ও অপরিত্যাজ্য; আমরা সবাই তোমার মুখাপেক্ষী, হে আমাদের রব!
রেফারেন্সবুখারীঃ ৫৪৫৮, সহীহ। তিরমিযীঃ ৩৪৫৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
খাবার শেষে পড়ার দোয়াখাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচারযে পানাহার করাল তার জন্য দোয়া #১খাবারের পরের যিক্রখাওয়ার শুরুতে দোয়া #১.২দুধ খাওয়ার পরের যিক্রযে পানাহার করাল তার জন্য দোয়া #২খাওয়া শেষে দোয়ার গুরুত্বখাওয়া ও পান করার মাঝের দোয়াখাওয়ার শুরুতে দোয়া #১.১খাবার এর শেষেশুরুতে আল্লাহ্র নাম বলতে ভুলে গেলে