৫০৬. খাবারের পরের যিক্র #২
আল্লাহ্র রাসূল (ﷺ) খাবার বা পানীয় গ্রহণ করে বলতেন -
খাবারের পরের যিক্র #২ আরবি
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا
খাবারের পরের যিক্র #২ উচ্চারণ
আলহামদু লিল্লা-হিল্লাযী আত্ব‘আমা ওয়া সাক্বা- ওয়া সাউওয়াগাহূ ওয়া জা‘আলা লাহূ মাখরাজা
খাবারের পরের যিক্র #২ অনুবাদ
ঐ আল্লাহ্র প্রশংসা, যিনি খাওয়ালেন, পান করালেন এবং সহজভাবে প্রবেশ করালেন ও তা বের হওয়ার ব্যবস্থা করলেন।
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৩৮৫১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
খাবারের পরের যিক্র #১যে পানাহার করাল তার জন্য দোয়া #২খাবার শেষে পড়ার দোয়াখাবার এর শেষেদুধ খাওয়ার পরের যিক্রশুরুতে আল্লাহ্র নাম বলতে ভুলে গেলেখাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচারখাওয়া শেষে দোয়ার গুরুত্বখাওয়ার শুরুতে দোয়া #১.১যে পানাহার করাল তার জন্য দোয়া #৩খাবারের পরের যিক্রযে পানাহার করাল তার জন্য দোয়া #১