৫০৩. খাবারের পরের যিক্‌র

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

আল’হামদু লিল্লা-হিল্লাযী আত’আমানী হা-যা ওয়া রাঝাক্বানীহি মিন গাইরি ‘হাওলিম মিন্নী ওয়ালা ক্বুওয়্যাহ

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং এ রিযক দিয়েছেন, (এখানে) আমার কোনও শক্তি-সামর্থ্য কিছুই নেই।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “যদি কেউ খাদ্য গ্রহণ করে এ কথাগুলো বলে তাহলে তার পূর্বেকার গোনাহ ক্ষমা করা হবে।”

রেফারেন্সহাসান। ইবন মাজাহঃ ৩২৮৫

সেটিংস

বর্তমান ভাষা