৯০. সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪
৭ বার বলবে -
حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَاّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪ উচ্চারণ
হাসবিয়াল্লা-হু, লা- ইলা-হা ইল্লা- হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল ‘আরশিল 'আযীম
সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৪ অনুবাদ
আল্লাহ্ই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আমি তাঁরই উপর নির্ভর করেছি, তিনি মহান আরশের প্রভু।
আবু দারদা (রাঃ) বর্ণিত হাদীসে বলা হয়েছে, “যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ৭ বার এ আয়াতটি পাঠ করবে আল্লাহ্ তার দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দেবেন।”
রেফারেন্সসহিহ মাওকুফ (শু'আইব ও আরনাঊত্ব)। আবু দাউদঃ ৫০৮১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিকালের যিক্রসমূহ #৬সঠিক পথনির্দেশনা পাওয়ার দোয়াসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৭সকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৬সন্ধ্যায় উপনীত হলে করণীয়সকালের যিক্র সমূহ #১ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়াবিকালের যিক্রসমূহ #৪দুনিয়াতে ও আখিরাতে নিরাপত্তা চাওয়াসকাল-সন্ধ্যার দোয়াতাসবীহসকাল-সন্ধ্যার যিক্রসমূহ #৩