৮৩৯. একটি অতীব সুন্দর দু'আ বা যিকির

اَلْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ سُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ مَا فِي الْأَرْضِ وَالسَّمَاءِ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ، وَسُبْحَانَ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ، وَسُبْحَانَ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ

আলহামদুলিল্লাহি 'আদাদা মা খলাক্বা,ওয়ালহামদুলিল্লাহি মিল'আ মা খলাক্বা,ওয়ালহামদুলিল্লাহি 'আদাদা মা ফিল আরদ্বি ওয়াস সামায়ি, ওয়ালহামদুলিল্লাহি মিল'আ মা ফিল আরদ্বি ওয়াস সামায়ি, ওয়ালহামদুলিল্লাহি 'আদাদা মা আ'হস্বা কিতাবুহু, ওয়ালহামদুলিল্লাহি 'আদাদা কুল্লি শাইয়িন, ওয়ালহামদুলিল্লাহি মিল'আ কুল্লি শাইয়িন। সুবহানাল্লাহি 'আদাদা মা খলাক্বা,ওয়া সুবহানাল্লাহি মিল'আ মা খলাক্বা,ওয়া সুবহানাল্লাহি 'আদাদা মা ফিল আরদ্বি ওয়াস সামায়ি, ওয়া সুবহানাল্লাহি মিল'আ মা ফিল আরদ্বি ওয়াস সামায়ি,ওয়া সুবহানাল্লাহি 'আদাদা মা আ'হস্বা কিতাবুহু, ওয়া সুবহানাল্লাহি 'আদাদা কুল্লি শাইয়িন,ওয়া সুবহানাল্লাহি মিল'আ কুল্লি শাইয়িন।

অনুবাদ

আল্লাহর প্রশংসা তাঁর সৃষ্টির সমান সংখ্যক, আল্লাহর প্রশংসা তাঁর সৃষ্টি পরিপূর্ণ, আল্লাহর প্রশংসা আকাশমন্ডলী ও পৃথিবীতে যা আছে তার সমান সংখ্যক, আল্লাহর প্রশংসা তাঁর কিতাব যা গণনা করেছে তার সমান সংখ্যক, আল্লাহর প্রশংসা তাঁর কিতাব যা গণনা করেছে তার পরিপূর্ণ, আল্লাহর প্রশংসা সকল বস্তর সংখ্যা পরিমাণ এবং আল্লাহর প্রশংসা সকল বস্ত পরিপূর্ণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তাঁর সৃষ্টির সমান সংখ্যক, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টি পরিপূর্ণ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আকাশমন্ডলী ও পৃথিবীতে যা আছে তার সমান সংখ্যক, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তাঁর কিতাব যা গণনা করেছে তার সমান সংখ্যক, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তাঁর কিতাব যা গণনা করেছে তার পরিপূর্ণ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সকল বস্তর সংখ্যা পরিমাণ এবং আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সকল বস্ত পরিপূর্ণ।

আবু উমামা বাহিলী (রাঃ) কে রাসুলুল্লাহ ﷺ বলেন, "আমি কি তোমাকে শিখিয়ে দিব না এমন দু'আ/যিকির যা কিনা সমগ্র দিন-রাতের (নফল) যিকির থেকেও উত্তম কিছু? তুমি বলোঃ (উপরে উল্লেখিত দু’আ) তুমি নিজে এ দু'আ শিখো, এবং তোমার পরবর্তীতে যারা আসবে তাদেরকেও শিখাও"

রেফারেন্সসহিহ। সহিহুল জামিঃ ২৬১৫

সেটিংস

বর্তমান ভাষা