৮২৭. অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া
অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার জন্য নবী (ﷺ) বলতেন -
অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া আরবি
اَللَّهُمَّ اِنِّي اَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الْاَخْلَاقِ وَالْأَعْمَالِ وَالْأَهْوَاءِ
অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন মুনকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ‘মা-লি ওয়াল আহ্ওয়া-
অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আমি চরিত্র, কর্ম ও প্রবৃত্তির অনিষ্ট হতে আশ্রয় চাই।
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫৯১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দুরুদ পাঠের ফযীলতআল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেনকেউ দোয়া চাইলে কি বলতে হবে?চক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়াএকটি অতীব সুন্দর দু'আ বা যিকিররাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলতবরকতের দোয়া করলে #১গাধা বা কুকুরের ডাক শুনলেকামনা-বাসনার ক্ষতি থেকে বাঁচার দোয়াশিরক থেকে বাঁচার দোয়ানবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলতজান্নাত চাওয়া ও জাহান্নাম হতে বাঁচার দোয়া