৮৪০. কোন কিছু আরম্ভ করার পূর্বে

Daily DuasProtectionIslamic PrayerCategory 42

ভালো কোন কিছু খাওয়া বা পান করার সময়, কোন কিছু লেখা বা পড়ার সময়, কোন কাজ শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা -

কোন কিছু আরম্ভ করার পূর্বে আরবি

بِسْمِ اللَّهِ

কোন কিছু আরম্ভ করার পূর্বে উচ্চারণ

বিসমিল্লা-হ

কোন কিছু আরম্ভ করার পূর্বে অনুবাদ

আল্লাহ্‌র নামে।

উমর ইবনু আবী সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ছিলাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর তত্ত্বাবধানে থাকা এক ছেলে। খাওয়ার সময় আমি পাত্রের বিভিন্ন জায়গায় হাত দিতাম। তখন আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে বলেন, “এই ছেলে! বিসমিল্লাহ্‌ বলো, তোমার ডানদিক থেকে খাও এবং তোমার পাশের অংশ থেকে খাও!" এর পর থেকে খাওয়ার সময় আমি এ নির্দেশনাগুলো অনুসরণ করে চলেছি।

রেফারেন্সবুখারীঃ ৫৩৭৬

সেটিংস

বর্তমান ভাষা