৮২১. নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলত
নবী (ﷺ) বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরুদ পাঠ করবেন।” [১] নবী (ﷺ) আরও বলেন, “তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর; কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।” [২] নবী (ﷺ) আরও বলেন, “যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।” [৩] রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, “পৃথিবীতে আল্লাহ্র একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।” [৪] রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, “যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ্ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।” [৫]
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
পশু যবেহ বা নাহর করার সময় যা বলবে
কেউ দোয়া চাইলে কি বলতে হবে?
আয়না দেখার দোয়া
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া
দুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়া
জান্নাত চাওয়া ও জাহান্নাম হতে বাঁচার দোয়া
ক্ষমা প্রার্থনা ও তাওবা করা
রাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলত
বরকতের দোয়া করলে #১
অন্তরকে সবসময় আল্লাহ্র আনুগত্যে রাখার দোয়া
দুরুদ পাঠের ফযীলত
আল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন