৮২১. নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলত
নবী (ﷺ) বলেন, “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ্ তার উপর দশবার দরুদ পাঠ করবেন।” [১] নবী (ﷺ) আরও বলেন, “তোমরা আমার কবরকে ঈদ তথা সম্মিলনস্থলে পরিণত করবে না, আর তোমরা আমার উপর দরূদ পাঠ কর; কেননা তোমাদের দরূদ আমার কাছে পৌঁছে যায়, তোমরা যেখানেই থাক না কেন।” [২] নবী (ﷺ) আরও বলেন, “যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অতঃপর সে আমার উপর দরূদ পড়লো না, সে-ই কৃপণ।” [৩] রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, “পৃথিবীতে আল্লাহ্র একদল ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছে যারা উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম আমার কাছে পৌঁছিয়ে দেয়।” [৪] রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, “যখন কোনো ব্যক্তি আমাকে সালাম দেয়, তখন আল্লাহ্ আমার রূহ ফিরিয়ে দেন, যাতে আমি সালামের জবাব দিতে পারি।” [৫]
রেফারেন্স[১] মুসলিমঃ ৩৮৪
[২] সহিহ। আবূ দাঊদঃ ২০৪২
[৩] সহিহ। তিরমিযীঃ ৩৫৪৬
[৪] সহিহ। নাসাঈঃ ১২৮২
[৫] হাসান। আবূ দাঊদঃ ২০৪১
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়ারাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলতদুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়াক্ষমা প্রার্থনা ও তাওবা করাদুরুদ পাঠের ফযীলতঅশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়াএকটি অতীব সুন্দর দু'আ বা যিকিরবিস্মিত হলেআল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেনদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেচক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়াগাধা বা কুকুরের ডাক শুনলে