৮২৯. অন্তরকে সবসময় আল্লাহ্‌র আনুগত্যে রাখার দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 41

অন্তরকে সবসময় আল্লাহ্‌র আনুগত্যে রাখার দোয়া আরবি

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

অন্তরকে সবসময় আল্লাহ্‌র আনুগত্যে রাখার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা মুস্বাররিফাল কুলূবি স্বররিফ ক্বুলূবানা- ‘আলা ত্ব-‘আতিক

অন্তরকে সবসময় আল্লাহ্‌র আনুগত্যে রাখার দোয়া অনুবাদ

হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ্‌! আমাদের অন্তরকে তোমার আনুগত্যের প্রতি পরিবর্তন করো। [১]


অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বেশী বেশী বলতেন -

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ

ইয়া- মুক্বাল্লিবাল ক্বুলূবি ছাব্বিত ক্বালবী ‘আলা দীনিক

অনুবাদ

হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখ। [২]

রেফারেন্স[১] মুসলিমঃ ২৬৫৪ [২] সহীহ। তিরমিযীঃ ২১৪০

সেটিংস

বর্তমান ভাষা