৮২৬. ফলের কলি দেখলে পড়ার দোয়া
আবু হুরায়রা (রাঃ) বলেন, মানুষেরা নতুন ফল রাসূল (ﷺ)-এর নিকটে নিয়ে আসতেন। রাসূল (ﷺ) তা গ্রহণ করে বলতেন -
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا، وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا، وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا، وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا
আল্লা-হুম্মা বা-রিক লানা- ফী ছামারিনা-, ওয়াবা-রিক লানা ফী মাদীনাতিনা-, ওয়াবা-রিক লানা ফী সা‘ইনা-, ওয়াবা-রিক লানা ফী মুদ্দিনা-
হে আল্লাহ্, আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দিন, আমাদের শহরে বরকত দিন, আমাদের সা‘ তথা বড় পরিমাপক যন্ত্রে বরকত দিন, আমাদের মুদ্দ তথা ছোট পরিমাপক যন্ত্রে বরকত দিন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দোয়া
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
পশু যবেহ বা নাহর করার সময় যা বলবে
ক্ষমা প্রার্থনা ও তাওবা করা
জান্নাত চাওয়া ও জাহান্নাম হতে বাঁচার দোয়া
দুরুদ পাঠের ফযীলত
রাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলত
বিস্মিত হলে
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া
আল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন
একটি অতীব সুন্দর দু'আ বা যিকির
নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলত