৮১৭. আল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন
যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে। অনুরূপভাবে প্রতি নামাযের শেষ বৈঠকে তাশাহুদের পর তার (দাজ্জালের) বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।
রেফারেন্সমুসলিমঃ ৮০৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলতআয়না দেখার দোয়াঅন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়াঅন্তরকে সবসময় আল্লাহ্র আনুগত্যে রাখার দোয়াশিরক থেকে বাঁচার দোয়াঅশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়াএকটি অতীব সুন্দর দু'আ বা যিকিররাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলতকেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দোয়াদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেক্ষমা প্রার্থনা ও তাওবা করাপশু যবেহ বা নাহর করার সময় যা বলবে