৮১৭. আল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন
যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে। অনুরূপভাবে প্রতি নামাযের শেষ বৈঠকে তাশাহুদের পর তার (দাজ্জালের) বিপর্যয় থেকে রক্ষা পাবার জন্য আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।
রেফারেন্সমুসলিমঃ ৮০৯
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলতনবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলতদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেএকটি অতীব সুন্দর দু'আ বা যিকিরদুরুদ পাঠের ফযীলতফলের কলি দেখলে পড়ার দোয়াকামনা-বাসনার ক্ষতি থেকে বাঁচার দোয়াপশু যবেহ বা নাহর করার সময় যা বলবেক্ষমা প্রার্থনা ও তাওবা করাখুশির সংবাদ পেলেকেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দোয়াবরকতের দোয়া করলে #১