৮২৫. ক্ষমা প্রার্থনা ও তাওবা করা

Daily DuasProtectionIslamic PrayerCategory 41

রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরও বলেন, যে ব্যক্তি বলবে -

ক্ষমা প্রার্থনা ও তাওবা করা আরবি

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيهِ

ক্ষমা প্রার্থনা ও তাওবা করা উচ্চারণ

আস্তাগফিরুল্লা-হাল ‘আযীমাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুয়াল হাইয়্যুল ক্বায়্যূমু ওয়া আতূবু ইলাইহি

ক্ষমা প্রার্থনা ও তাওবা করা অনুবাদ

আমি মহামহিম আল্লাহ্‌র নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই, তিনি চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। আর আমি তাঁরই নিকট তাওবা করছি।

আল্লাহ্‌ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।” [১] রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরও বলেন, “রব একজন বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় রাতের শেষ প্রান্তে, সুতরাং যদি তুমি সে সময়ে আল্লাহ্‌র যিক্‌রকারীদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হও, তবে তা-ই হও।” [২] তিনি (ﷺ) আরও বলেন, “একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে তখনই থাকে, যখন সে সিজদায় যায়, সুতরাং তোমরা তখন বেশি বেশি করে দোয়া করো।” [৩] তিনি (ﷺ) আরও বলেন, “নিশ্চয় আমার অন্তরেও ঢাকনা এসে পড়ে, আর আমি দৈনিক আল্লাহ্‌র কাছে একশত বার ক্ষমা প্রার্থনা করি।” [৪]

রেফারেন্স[১] সহীহ। আবূ দাউদ ১৫১৭ [২] সহীহ। তিরমিযী ৩৫৭৯ [৩] মুসলিম ৪৮২ [৪] মুসলিম ২৭০২

সেটিংস

বর্তমান ভাষা