৮১৯. বরকতের দোয়া করলে #১
আয়েশা (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন একটি ভেড়া হাদিয়া পান এরপর তা দান করে দিতে বলেন। যখন সে দাসটি ফিরে আসল আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেন, “তারা কী বলল?” সে উত্তর দিল, “তারা এই দোয়া পাঠ করল -
بَارَكَ اللَّهُ فِيكُمْ
বা-রাকাল্লা-হু ফীকুম
আল্লাহ্ আপনাদের মধ্যে বরকত দান করুন।
وَفِيهِمْ بَارَكَ اللَّهُ
ওয়াফীহিম বা-রাকাল্লা-হ
আর তাদের মধ্যেও আল্লাহ্ বরকত দিন
وَفِيكَ بَارَكَ اللَّهُ
ওয়াফীকা বা-রাকাল্লা-হ
আর আপনার মধ্যেও আল্লাহ্ বরকত দিন।
আয়েশা (রাঃ) তখন বললেন,
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অন্তরকে সবসময় আল্লাহ্র আনুগত্যে রাখার দোয়া
একটি অতীব সুন্দর দু'আ বা যিকির
পশু যবেহ বা নাহর করার সময় যা বলবে
কেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দোয়া
আল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেন
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়া
খুশির সংবাদ পেলে
কেউ দোয়া চাইলে কি বলতে হবে?
রাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলত
কামনা-বাসনার ক্ষতি থেকে বাঁচার দোয়া
নবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলত