৮২০. অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া
اَللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মা লা- ত্বাইরা ইল্লা- ত্বাইরুকা ওয়ালা- খাইরা ইল্লা- খাইরুকা ওয়ালা- ইলা-হা গাইরুকা
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আপনার পক্ষ থেকে অশুভ মঞ্জুর না হলে অশুভ বলে কিছু নেই। আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। [১]
তবে সুলক্ষণ নেওয়া রাসূলুল্লাহ্ (ﷺ) পছন্দ করতেন। সেজন্য যখন তিনি কোনো মানুষ থেকে কোনো ভালো বাক্য বা সুবচন শুনতেন, তখন সেটা তাঁর কাছে ভালো লাগত এবং বলতেন, “তোমার মুখ থেকে তোমার সুলক্ষণ গ্রহণ করেছি”। [২]
রেফারেন্স[১] সহিহ। আহমাদঃ ৭০৪৫
[২] আবু দাউদ, নং ৩৭১৯; আহমাদ, নং ৯০৪০। আর শাইখ আলবানী তাঁর সিলসিলাতুস সহীহায় একে সহীহ বলেছেন, ২/৩৬৩; আবুশ শাইখ, আখলাকুন নবী (ﷺ), পৃ. ২৭০।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
শিরক থেকে বাঁচার দোয়ারাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলতচক্ষু, কর্ণ, জিহ্বা ও অন্তরের অনিষ্ট হতে বাঁচার দোয়াদুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়াপশু যবেহ বা নাহর করার সময় যা বলবেবিস্মিত হলেঅন্তরকে সবসময় আল্লাহ্র আনুগত্যে রাখার দোয়াক্ষমা প্রার্থনা ও তাওবা করানবী (ﷺ)-এর উপর দরূদ পাঠের ফযীলতএকটি অতীব সুন্দর দু'আ বা যিকিরআল্লাহ্ যা দ্বারা দাজ্জাল থেকে হেফাযত করবেনবরকতের দোয়া করলে #১