৮২০. অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 41

অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া আরবি

اَللَّهُمَّ لَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ

অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা লা- ত্বাইরা ইল্লা- ত্বাইরুকা ওয়ালা- খাইরা ইল্লা- খাইরুকা ওয়ালা- ইলা-হা গাইরুকা

অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌! আপনার পক্ষ থেকে অশুভ মঞ্জুর না হলে অশুভ বলে কিছু নেই। আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। [১]

তবে সুলক্ষণ নেওয়া রাসূলুল্লাহ্‌ (ﷺ) পছন্দ করতেন। সেজন্য যখন তিনি কোনো মানুষ থেকে কোনো ভালো বাক্য বা সুবচন শুনতেন, তখন সেটা তাঁর কাছে ভালো লাগত এবং বলতেন, “তোমার মুখ থেকে তোমার সুলক্ষণ গ্রহণ করেছি”। [২]

রেফারেন্স[১] সহিহ। আহমাদঃ ৭০৪৫ [২] আবু দাউদ, নং ৩৭১৯; আহমাদ, নং ৯০৪০। আর শাইখ আলবানী তাঁর সিলসিলাতুস সহীহায় একে সহীহ বলেছেন, ২/৩৬৩; আবুশ শাইখ, আখলাকুন নবী (ﷺ), পৃ. ২৭০।

সেটিংস

বর্তমান ভাষা