৮৩৩. দুরুদ পাঠের ফযীলত

Daily DuasProtectionIslamic PrayerCategory 41

উবাই ইবনু কা‘ব (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমি আপনার প্রতি বেশী বেশী দরূদ পড়তে চাই, অতএব আমি আমার দোয়ার কত অংশ দরূদ পড়তে পারি? রাসূল (ﷺ) বললেন, ‘তোমার ইচ্ছা’। আমি বললাম, চার ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ﷺ) বললেন, ‘তোমার ইচ্ছা, যদি বেশী করো তবে তোমার জন্য ভাল’। আমি বললাম, দুই ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ﷺ) বললেন, ‘তোমার ইচ্ছা। যদি বেশী করো তোমার জন্য ভাল’। আমি বললাম, তিন ভাগের দুই ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ﷺ) বললেন, তোমার ইচ্ছা। যদি বেশী করো তোমার জন্য ভাল। আমি বললাম, আমি আমার দোয়ার সর্বাংশই দরূদ পাঠ করব। রাসূল (ﷺ) বললেন, তাহলে তোমার কোন চিন্তা ও পাপ থাকবে না।

আলোচ্য হাদীসের সারমর্ম হচ্ছে-অধিক পরিমাণে দরূদ পাঠ করা। এ ক্ষেত্রে কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত দরূদ পড়া শ্রেয় এবং উচিত।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২৪৫৭

সেটিংস

বর্তমান ভাষা