৮৩৩. দুরুদ পাঠের ফযীলত
উবাই ইবনু কা‘ব (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আপনার প্রতি বেশী বেশী দরূদ পড়তে চাই, অতএব আমি আমার দোয়ার কত অংশ দরূদ পড়তে পারি? রাসূল (ﷺ) বললেন, ‘তোমার ইচ্ছা’। আমি বললাম, চার ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ﷺ) বললেন, ‘তোমার ইচ্ছা, যদি বেশী করো তবে তোমার জন্য ভাল’। আমি বললাম, দুই ভাগের এক ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ﷺ) বললেন, ‘তোমার ইচ্ছা। যদি বেশী করো তোমার জন্য ভাল’। আমি বললাম, তিন ভাগের দুই ভাগ দরূদ পাঠ করব? রাসূল (ﷺ) বললেন, তোমার ইচ্ছা। যদি বেশী করো তোমার জন্য ভাল। আমি বললাম, আমি আমার দোয়ার সর্বাংশই দরূদ পাঠ করব। রাসূল (ﷺ) বললেন, তাহলে তোমার কোন চিন্তা ও পাপ থাকবে না।
আলোচ্য হাদীসের সারমর্ম হচ্ছে-অধিক পরিমাণে দরূদ পাঠ করা। এ ক্ষেত্রে কুরআন ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত দরূদ পড়া শ্রেয় এবং উচিত।
রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ২৪৫৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দোয়াখুশির সংবাদ পেলেঅন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দোয়াফলের কলি দেখলে পড়ার দোয়াদুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবেক্ষমা প্রার্থনা ও তাওবা করাকেউ দোয়া চাইলে কি বলতে হবে?দুঃখ-কষ্টের সময় পঠিতব্য দোয়াকেউ আপনার সাথে সদাচারণ করলে তার জন্য দোয়াএকটি অতীব সুন্দর দু'আ বা যিকিরআয়না দেখার দোয়ারাসূল (ﷺ)-এর প্রতি দরূদ পাঠের ফযীলত