৪৯৮. খাওয়ার শুরুতে দোয়া #১.১
খাওয়ার শুরুতে দোয়া #১.১ আরবি
بِسْمِ اللَّهِ
খাওয়ার শুরুতে দোয়া #১.১ উচ্চারণ
বিসমিল্লা-হ
খাওয়ার শুরুতে দোয়া #১.১ অনুবাদ
আল্লাহ্র নামে।
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্র রাসূল (ﷺ) ছয়জন সাহাবীকে সঙ্গে নিয়ে একটি খাবার খাচ্ছিলেন। এমন সময় এক বেদুইন এসে দু' লুকমায় তা খেয়ে ফেলে। এর পরিপ্রেক্ষিতে নবী (ﷺ) বলেন, জেনে রাখো, সে যদি (খাওয়ার শুরুতে) বিসমিল্লাহ (আল্লাহ্র নামে) বলতো, তা হলে ওই খাবার তোমাদের সবার জন্য যথেষ্ট হতো। সুতরাং তোমাদের কেউ খাবার খেলে, সে যেন (খাওয়ার শুরুতে) বলে - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
রেফারেন্সতিরমিযী ৪/২৫৪, নং ১৮৫৮
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যে পানাহার করাল তার জন্য দোয়া #৩খাবারের পরের যিক্রযে পানাহার করাল তার জন্য দোয়া #২খাওয়ার শুরুতে দোয়া #১.২খাবারের পরের যিক্র #২দুধ খাওয়ার পরের যিক্রখাবার এর শেষেখাওয়া ও পান করার মাঝের দোয়াখাবার শেষে পড়ার দোয়াখাওয়া শেষে দোয়ার গুরুত্বখাবার ও পানীয় গ্রহণের শিষ্টাচারযে পানাহার করাল তার জন্য দোয়া #১